সুব্রত দাস, কলকাতা থেকে সংবাদদাতা : বিজেপির সদর দফতর মুরলী ধর সেন লেন ও রাজ্যের মুখ্য নির্বাচনী কার্যালয় হেস্টিংস দ্দুই জায়গাতেই আজ ছিল মহা যোগদান পর্ব। যারা যোগদান করেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ৩ মহিলা হলেন ঝর্ণা বন্দ্যোপাধ্যায়, ঝুমা দাস ও রাখি সিনহা সাহা। ঝর্ণা দেবী ও রাখি দেবীর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়। ঝর্ণা দেবী প্রাক্তন শিক্ষামন্ত্রী মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ অর্থাৎ তৃণমূল কংগ্রেস
নেতা তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর সম্পর্কে দেওর। ঝর্ণা দেবী কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষা ছিলেন, সম্প্রতি অবসর নিয়েছেন। তবে কি বৌদি ঝর্ণা বন্দ্যোপাধ্যায়ের এই বিজেপিতে যোগদান রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে
আসার পথ প্রশস্ত করবে না? এই প্রশ্নের সরাসরি জবাব মেলেনি।
অপর এক মহিলা ঝুমা দাস কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন ১০ বছর। ঝুমা বেলেঘাটা অঞ্চলের ৩৪ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর ছিলেন। ফরওয়ার্ড ব্লকের টিকিটে দুবার এই ওয়ার্ড থেকে জেতেন তিনি। প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষের স্নেহভাজন ছিলেন ঝুমা। আজ তাঁর হাতে গেরুয়া পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তৃতীয় মহিলা যোগদানকারীর নাম হলো রাখি সিনহা সাহা। তিনি তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদক ছিলেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন মুকুল রায়।