বিডি ঢাকা অনলাইন ডেস্ক
শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বয়স। রোববার সকাল ১০টার দিকে কমলাকান্তপুর আমবাগানে মরহুমের নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কমলাকান্তপুর গোরস্তানে তাঁর মরদেহ দাফন করা হয়। এর আগে শনিবার বিকেলে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, নয়ালাভাঙা ইউপি চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম পিন্টু ও ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবিসহ স্থানীয় মুসল্লি এবং বীরমুক্তিযোদ্ধারা।