বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল দশটায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমিনা শারমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার ইমতিয়াজ কবির (অঃদঃ)। আলোচনা শেষে ৬ জন ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে নতুন কার্ড প্রদান, দুজন অসচ্ছল ব্যক্তিকে আর্থিক সহায়তা, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার ও ৪টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ক্রেস প্রদান করা হয়। ইমতিয়াজ কবির আরো জানান, নাচোল উপজেলায় ১৩ হাজার ২শ’ ৫৪ জন ব্যাক্তি বিভিন্ন ক্যাটাগরিতে ভাতা পাচ্ছেন।