বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুরে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় ১৯১৭ সালে প্রতিষ্ঠিত রাজারামপুর হিতসাধন সমিতি ও পাঠাগার এ পুরস্কার বিতরণের আয়োজন করে।
পাঠাগার চত্বরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আসজাদুর রহমান নান্নু।
অনুষ্ঠানে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেনÑ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজনীন নাহার সাথী।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।