বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

চাঁপাইনবাগঞ্জের ৫ উপজেলায় ৮ লাখ টাকার যাকাতের অর্থে সেলাই মেশিন ও চেক বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৯৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাগঞ্জের ৫ উপজেলায় প্রায় ৮ লাখ টাকার যাকাতের অর্থে সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান। আলোচনা শেষে অসহায় দরিদ্র নারীদের হাতে সেলাই মেশিন ও চেক তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিগণ। অনুষ্ঠানে জেলার সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার মোট ১২৭ জনের মাঝে ৭ লক্ষ ৭০ হাজার ৭৭৭ টাকার যাকাতের অর্থে কেনা সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com