বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্দেশিকা, প্রাতিষ্ঠানিকীকরণ এবং এসইডিপির অধীনে পিবিজিএসআই স্কিমের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াতের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেনÑ জেলা শিক্ষা অফিসার মো. আবদুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসসহ আরো অনেকে।
কর্মশালায় নির্দেশিকা, প্রাতিষ্ঠানিকীকরণ এবং এসইডিপির অধীনে পিবিজিএসআই স্কিমের কার্যক্রম সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন দিক তুলে ধরা হয়।