বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে চর কাসিমপুর ঈদগাহ পর্যন্ত ৭০০ মিটার ও সুধা নাপিতের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে প্রথমটির প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৬৮ লাখ ২২ হাজার ৫৮৪ টাকা ও পরেরটা ৪৭ লাখ ৩৭ হাজার ৮৩১ টাকা।
বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে আব্দুল ওদুদ এমপি এই কাজের উদ্বোধন করেন।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রামানিক, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে আব্দুল ওদুদ এমপি জনসাধারণের উদ্দেশ্যে বলেন- প্রয়োজন হলে রাস্তা বাঁচাতে প্রটেকশন ওয়াল তৈরি করা হবে। আপনারা জানাবেন।স্থনীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এই কাজ বাস্তবায়ন করছে।
এদিকে ৬৫ নং চর অনুপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল ওদুদ এমপি।