বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির ১৩৭ বোতল বিদেশী মদ, ৬ পিস ভারতীয় শাড়ি, বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় মলম ও কিছু মেশিনারিজ পার্টস জব্দ করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
গত সোমবার রাত পৌনে ১১টায় ওই গ্রামের মো. সামিউল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর হতে এইসব জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।