বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

সফটওয়ার ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান রেজিস্ট্রার জেনারেলের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৯৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধির প্রয়োগ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন ইনফরমেশন সিস্টেম (বিডিআইআরএস) সফটওয়ার ব্যবহার এবং বাল্যবিয়ে, শিশুর প্রতি সহিংসতা ও শিশু-কিশোরদের জীবনমান উন্নয়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেনÑ স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখার রেজিস্ট্রার জেনারেল ও সরকারের অতিরিক্ত সচিব মো. রাশেদুল হাসান। বিশেষ অতিথি ছিলেনÑ উপ-রেজিস্ট্রার জেনারেল ও সরকারের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।
প্রশিক্ষণে জেলার ৫ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যসহ ইউনিয়ন পরিষদ সচিবগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে। সফটওয়ার ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এজন্য নিজেদের মধ্যে সচেতনতা ও দক্ষতা বাড়াতে হবে। অনলাইনে নিবন্ধন পদ্ধতি ভালোভাবে জানতে হবে, সেবাগ্রহীতারা যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনটির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন স্থানীয় সরকার অ্যাওয়ার্ড প্রবর্তনে জেলা প্রশাসন গৃহীত কার্যক্রম তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com