বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বর্তমান সরকারের টানা তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে ভিডিওচিত্র প্রদর্শনসহ উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী। একইসঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের নয়াগোলাহাট এলাকায় এ উঠান বৈঠক ও ভিডিওচিত্র প্রদর্শনীর আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে ডা. রাব্বানী মেট্রোরেল, উড়ালসড়ক, পদ্মা সেতু, নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতু, সারাদেশে মডেল মসজিদ, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরেন। একই সঙ্গে উপস্থিত সবাইকে আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
এ সময় ডা. রাব্বানীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শামসুদ্দিন বাবলু, সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক দেলোয়ার জাহান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবদুল জাব্বার, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোহিদুল হক তুহিনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।