বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রধানমন্ত্রী মেধাবীদের মূল্যায়ন করেন : ওদুদ এমপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১০৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওদুদ এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবীদের মূল্যায়ন করেন। মূল্যায়ন করেন বলেই এমপিদের হাত থেকে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে নিয়ে সরকারিভাবে পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। ফলে যারা মেধাবী, যারা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন তারাই নিয়োগ পাচ্ছেন। কাজেই তোমরা যারা আজকে শিক্ষার্থী তাদের প্রতি আমার আহ্বান, ভালোভাবে পড়াশোনা করো। কারণ, মেধাবীদের চাকরির জন্য ঘুরতে হয় না।
রবিবার চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ শাহ নেয়ামতুল্লাহ কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওদুদ এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মপরিকল্পনা করে একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন তা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়েসহ সরকারের মেগা প্রকল্পের সুফলের কথা তুলে ধরার পাশাপাশি তার হাত ধরে মহানন্দায় ‘শেখ হাসিনা’ সেতু, বাস্তবায়নাধীন রাবারড্যাম, আন্তঃনগর ট্রেন, রেললাইন সংস্কার, শাহ নেয়ামতুল্লাহ কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র-বিনা স্থাপন, ২৫০ শয্যার জেলা হাসপাতালসহ দৃশ্যমান উন্নয়ন চিত্র তুলে ধরে বলেনÑ ২০০৮ সালে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অর্থ বরাদ্দ নিয়ে আমি এসব উন্নয়ন করেছিলাম। আমার আরো অনেক পরিকল্পনা ছিল, যা এতদিন বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু আপনারা আমাকে ভোট না দেয়ায় আমার ভাই বিএনপি নেতা হারুনুর রশীদ এমপি নির্বাচিত হন। কিন্তু চার বছরে তিনি একটি ইটও গাড়তে পারেননি। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষর্থীদের দাবির প্রেক্ষিতে আব্দুল ওদুদ এমপি বলেন- এবার প্রথমেই শাহ নেয়ামতুল্লাহ কলজ জাতীয়করণ করা হবে। এছাড়াও শহীদ মিনার, হোস্টেলসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন করা হবে বলে আশ^াস প্রদান করেন।
শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, শাহ নেয়ামতুল্লাহ কলজের গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ। এছাড়া অভিভাবক আব্দুস সোবহান, বাংলাদেশ ছাত্রলীগ শাহ নেয়ামতুল্লাহ কলজ শাখার সভাপতি রুবেল আলী মন্ডল ও সাধারণ সম্পাদক অভিজিত সরকার জয়, শিক্ষার্থী অসিম ও হাসিমা খাতুনও অনুষ্ঠানে বক্তৃতা করেন।
অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে…’ গানটির সঙ্গে নবীন শিক্ষর্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করেন প্রবীণ শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com