বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে তাজকেরাতুন স্বরূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোসা. মুনিরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ, সহকারী শিক্ষক আবু তাহের, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শরিফা খাতুন সিমাসহ অন্যরা।
পরে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার উপহার হিসেবে উপকরণ তুলে দেন প্রধান অতিথি।