চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ গেলের সামনের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জুতা পায়ে দিয়ে বিএনপির সমাবেশ করার সময় ঘটনাস্থলেই প্রথম প্রতিবাদকারী হিসেবে প্রশংসার জোয়ারে ভাসছেন যুবলীগ নেতা জিলহাজ বিশ্বাস। প্রতিবাদ করার পরেই সমাবেশ ভঙ্গ করে বিএনপি। বঙ্গবন্ধু মুক্তমঞ্চের অবমাননাকারী বিএনপির প্রতিবাদ করায় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সদস্য জিলহাজ বিশ্বাসের প্রশংসা করছেন। বিষয়টি নিয়ে জিলহাজের এই সাহসিকতার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট দিয়েছেন। প্রতিবাদ করায় যুবলীগ নেতা জিলহাজকে ধন্যবাদ জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ। মুঠোফোনে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় তিনি। রবিবার সন্ধ্যায় বিএনপির এই কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগ। বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত সমাবেশে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান যুবনেতা জিলহাজ বিশ্বাসের ভূয়সী প্রশংসা করে বক্তব্য দেন। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটোও তার বক্তব্যে জিলহাজকে বঙ্গবন্ধুর সাহসী সৈনিক বলে উল্লেখ করেন। যুবলীগ নেতা জিলহাজ বিশ্বাস বলেন, গত রবিবার জুতা পায়ে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বিএনপির যুগ্ন মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদের নেতৃত্বে একটি সমাবেশ করছিলো। একজন বঙ্গবন্ধুর আদর্শ সেনিক হিসেবে এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই তাৎক্ষণিক এর প্রতিবাদ জানিয়েছি। বিএনপির এই কর্মকান্ডের জন্য অব্যশই বিএনপি ও হারুনুর রশীদকে ক্ষমা চাইতে হবে। সাবেক ছাত্রনেতা জিলহাজ বিশ্বাস আরো বলেন, পুলিশের উপস্থিতিতে এমন কর্মকান্ডে হতবাক হয়েছে সবাই৷ এর সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বিএনপির এমপি হারুনুর রশীদকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হোক। এসময় পুলিশের কর্মকান্ড নিয়েও প্রশ্ন তুলেন তিনি।