বিডি ঢাকা ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী ডা. গোলাম রাব্বানী। গত শনিবার রাতে তার ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।
তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তার মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেন।
ডা. গোলাম রাব্বানী গৌড় বাংলাকে বলেন, সার্বিক বিবেচনায় দলের বৃহত্তর স্বার্থে এবং দলের ঐক্য বজায় রেখে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালাম।
আসন্ন ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জেলা আওয়ামী লীগের এই নেতা।
নির্বাচন থেকে ডা. রাব্বানীর সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে ফেসবুকে কমেন্টে তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।