বিডি ঢাকা ডেস্ক
শীতে গাড়ির বাড়তি যত্নের প্রয়োজন। কারণ তীব্র ঠান্ডা শুধু মানব শরীরেই নয়, গাড়ির উপরেও প্রভাব ফেলে। বিগড়ে যায় বিভিন্ন কলকবজা। তাই এই সময় গাড়ি রাখতে হয় সাবধানে। জেনে নিন এসময় গাড়ির কোন বিষয়গুলোতে খেয়াল রাখবেন-
ব্যাটারি পরীক্ষা করুন
ঠান্ডা আবহাওয়ায় অপারেটিং করাটা গাড়ির ব্যাটারির কাছে বিশাল চ্যালেঞ্জিং। বিশেষ করে গরমের তুলনায় ব্যাটারির কাজ কঠিন হয়ে যায়। শীতকালে লং ড্রাইভে বেরনোর আগে গাড়ির ব্যাটারি সঠিক কন্ডিশনে আছে কি না দেখে নিতে হবে।
ইঞ্জিন অয়েল
আরেকটি জিনিস যা আপনার গাড়ি চালাতে সাহায্য করে তা হল ইঞ্জিন তেল। শুধু এর সাহায্যে গাড়িটি ভালো পারফরম্যান্স দেয়। এটি পুরোনো হলে পাল্টে নিন। এর পরিমাণও ভালো করে পরীক্ষা করুন। যদি কমে আসে, তাহলে টপ আপ করে নিন।
টায়ারের চাপ
শীতকালে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে টায়ারের চাপও বাড়তে বা কমতে পারে। এটা চেক করা উচিত। টায়ারের চাপ ঠিক থাকলে ভালো মাইলেজের পাশাপাশি টায়ারগুলোও অনেক দিন পর্যন্ত ভালো থাকে।
হেডলাইট দেখুন
শীতকালে যেহেতু রাস্তায় কুয়াশা থাকে, তাই অনেকে আলাদা করে ফগ লাইট লাগিয়ে নেন। কিন্তু যদি হেডলাইট খারাপ থাকে, তাহলে তা ঠিক করে নিন।
ওয়াইপার/উইন্ডশিল্ড
এই দুটিই শীতকালে খুবই উপযোগী, যা কুয়াশার সময় গাড়ি চালাতে সাহায্য করে। তাই তা খারাপ থাকলে ঠিক করে নেওয়া প্রয়োজন।