সত্যনারায়ন শিকদার,পশ্চিমবাংলা: বাংলায় আসন্ন বিধানসভা ভোট কে সামনে রেখে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নয়া কর্মসূচি নিয়েছেন ‘দুয়ারে দুয়ারে সরকার’ | অপর প্রান্তে বিজেপিও ছেড়ে দেওয়ার পাত্র নয় | তারা পাল্টা নয়া প্রচারাভিযানে মানুষের ঘরে ঘরে পৌঁছতে চাইছে | ঘরে ঘরে জনসংযোগ বাড়াতে বাড়ি বাড়ি প্রচার এর কৌশল নিয়েছে বিজেপি “আমার বুথ সবচেয়ে মজবুত” এই কর্মসূচির সূচনা করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, একুশের বিধানসভা নির্বাচনে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না l তৃণমূল যেখানে তাঁদের উন্নয়নকে দুয়ারে দুয়ারে নিয়ে যেতে চাইছে, বিজেপি চাইছে জনসংযোগে ঘরে ঘরে পৌঁছতে l তিনি আরো বলেন রাজ্যের ৭৮ হাজার বুতি বিজেপির টার্গেট | এই কর্মসূচির মাধ্যমে বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিজেপি সরকারের সাফল্য ও রাজ্য সরকারের ব্যর্থতা গুলোকে মানুষের সামনে প্রকাশ করবেন | আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের ২৬ নম্বর জেলা পরিষদের বিজেপি সভাপতি সুশীল রায় এবং কিষান মোর্চার সভাপতি সায়ন চ্যাটার্জির ব্যবস্থাপনায় অটল বিহারী বাজপেয়ী জন্ম দিবসে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে বিজেপির পূর্বঘোষণা কর্মসূচি “আমার বুথ সবচেয়ে মজবুত” সূচনা করলেন | এদিন তারা বেশকিছু ভারতীয় জনতা পার্টির সভাপতি দের সাথে দেখা করেন এবং তাদের কিছু জরুরী জিনিস প্রদান করে সম্মান জ্ঞাপন করে | সুশীল বাবু বলেন, বর্তমান রাজ্য সরকারের দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মসূচী গুলোকে মানুষের দ্বারে দ্বারে পৌছে দেওয়ার কাজ তিনি এবং তার কর্মীরা শুরু করেছে |