নতুন বছরে সবকিছুই নতুন করে শুরুর প্রত্যাশা সবার। বিশেষত গত বছরের মৃত্যুর মিছিল, করোনার ভয় আর আতঙ্ক মানুষকে ক্লান্ত করে ফেলেছে। তবে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সবচেয়ে বড় সুসংবাদটা ভক্তদের দিয়ে দিলেন সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে করা তার একটা পোস্টকে কেন্দ্র করেই আলোচনার শুরু। শুক্রবার (১ জানুয়ারি) সাকিব নিজের সঙ্গে স্ত্রীর যে ছবি পোস্ট করেছেন, সেখানে উম্মে আহমেদ শিশিরকে দেখা যাচ্ছে গর্ভবতী অবস্থায়।
তারপর থেকেই আলোচনার শুরু। তবে কি আবারও বাবা হতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার? এই প্রশ্নের উত্তর এখনো অবশ্য পরিষ্কার হওয়া যায়নি। কারণ গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানের বাবা হন সাকিব। অনেকে তাই মনে করছেন সাকিবের পোস্ট করা ছবিটি হয়তো দ্বিতীয় কন্যার জন্মের আগে তোলা।
অন্যদিকে সাকিবের ক্যাপশনেও বিষয়টি পরিষ্কার নয়। তিনি লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
সাকিবের বাবা হওয়ার ব্যাপারটিই অবশ্য সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। কারণ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময়েই মূলত লম্বা চুলে দেখা যায় সাকিবকে। এর আগে চুল এত বড় ছিল না তার। পোস্ট করা ছবিতেও সাকিবের চুলে ব্যান্ড পরা দেখা গেছে। সাকিব ভক্তদের আশা সুখবর হলে সেটি দ্রুতই পরিষ্কার করবেন তিনি।