বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনববাগঞ্জের ঐতিহ্যবাহী বাইশ পুতুল পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। গত বৃহস্পতিবার রাতে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পুজামণ্ডপগুলোয় পুরোহিতসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক অনুদানও প্রদান করেন।
তার সঙ্গে ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, সদস্য রফিকুল ইসলাম বুলবুল, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মবিনুর রহমান মিয়া, জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, সাবেক ছাত্র নেতা বাবর আলী রুমন, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াকিলুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ অন্যরা।
এছাড়াও শাহীন শওকত শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।