বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পক্ষ হতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পৌর এলাকার ৩১টি মন্দির ও পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুকূলে নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চরজোতপ্রতাপ শিবতলা দুর্গামাতা ঠাকুরানী মন্দির চত্বরে নগদ টাকা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এই টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে আয়োজিত টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, আব্দুল্লা আল মামুন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়।