বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খানসহ কমিটির সদস্য সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সামগ্রিক তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম।