বিডি ঢাকা ডেস্ক
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৪ উপলক্ষে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য- ‘হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি।’
সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সভায় বক্তব্য দেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কে এম কাওছার হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেশমা খাতুন, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরিয়তুল্লাহ, ডিপিওডির পরিচালক শফিকুল ইসলাম, সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকসানা খাতুন, দৃষ্টি প্রতিবন্ধী আইনাল হক। সভা সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার ফিরোজ কবির।
এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিনুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন- প্রতিবন্ধী ব্যক্তিদের পৈত্রিক সম্পত্তির ন্যায্য হিস্যা, তাদের শিক্ষা-দীক্ষা, চিত্ত বিনোদন, আইনি সহায়তা পাবার অধিকার রয়েছে, সেই অধিকারগুলো পূরণ করে তাদেরকে সমাজের মূলধারায় তাদেরকে যুক্ত করতে হবে। তাহলেই তাদের প্রতি আমাদের কর্তব্য পালন করা হবে। তিনি প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
দৃষ্টি প্রতিবন্ধী আইনাল হক তার বক্তব্যে বাস-ট্রেনে ভাড়া মওকুফ বা অর্ধেক ভাড়া এবং ভাতা ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা প্রতিবন্ধী ভাতা নির্ধারণ করার দাবি জানান।