বিডি ঢাকা ডেস্ক
রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের রোড ম্যাপের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কারবালা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি হারুনুর রশীদ। তিনি তার বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের লুটপাটকারীদের বিচার হতেই হবে। যারা মানুষ খুন করেছে, লুটপাট করেছে, মানুষকে গুম করেছে, বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করেছে তাদের বিচার হবে।
এসময় হারুনুর রশীদ যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান। হারুন বলেন, আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নতুন নতুন ভবন হচ্ছে কিন্তু গুণগত শিক্ষা পাচ্ছেনা শিক্ষার্থীরা। তাই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। বিএনপির এই নেতা বলেন, কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজের ঠাঁই বিএনপিতে হবে না। কোনো খারাপ লোকের ঠাঁই হবে না।
মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, ছাত্র দলের সাবেক নেতা মিম ফজলে আজিমসহ অন্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত বিএনপি নেতা আবদুল বারেক, জাহাঙ্গীর কবির, জেলা যুবদলের আহ্বায়ক মো. তাবিউল ইসলাম তারিফ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. জামিউল হক সোহেল, বারঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফাইজুদ্দিন ইসলাম কালু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ অন্যরা।