বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

আদিবাসী থাকব তবে পিছিয়ে থাকব না : কমিউনিটি সংলাপে দেবেন্দ্র নাথ উরাঁও

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চম্পাতলা গ্রামে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত সংলাপে আদিবাসীদের মধ্যে আর্থিক সমস্যা ও অসচেতনতার কারণে বাল্যবিয়ের হার বেশি, তাদের শ্মশান না থাকা, কাছাকাছি বিদ্যালয় না থাকা, অনেকের ঘরবাড়ি না থাকা, দেশীয় মাদকের কারবারসহ তাদের বিভিন্ন সমস্যা উঠে আসে।
প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় এই কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা। ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় এই সংলাপ বাস্তবায়ন করে প্রকল্পের সমন্বয়ক হিসেবে কাজ করা গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।
সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোছা. তাছমিনা খাতুন।
মানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে দেবেন্দ্র নাথ উরাঁও আদিবাসীদের উদ্দেশ্যে বলেন, আমরা আদিবাসী হিসেবেই থাকতে চাই। কিন্তু পিছিয়ে থাকতে চাই না। কেননা এখন যুগ পাল্টে গেছে। ভারতের প্রেসিডেন্ট একজন আদিবাসী নারী। কাজেই আপনাদের ছেলেমেয়েদের পড়ালেখা শিখিয়ে মানুষ করতে হবে। আমাদের ১০০ বিঘা জমি নাই, কিন্তু আমার মাথায় যে বুদ্ধি আছে, এটাই হলো আমার বড় সম্পদ। এই সম্পদকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, একজন অপ্রাপ্ত বয়স্ক কুমারী মেয়ের যদি বিয়ে দেয়া হয় তাহলে সে বিয়ের কিছুই বুঝবে না। কাজেই অল্প বয়সে মেয়ের জীবনটাকে নষ্ট করবেন না। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের সন্তানদের। সেই সন্তানকে অকালে ঝরে যেতে দেবেন না। তা না হলে সেই সন্তান আপনাকে ভবিষ্যতে অভিশাপ দেবে। বলবে, আমাকে কেন তুমি মানুষ করোনি। সন্তানদের মানুষ করার ক্ষেত্রে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। তাই আসুন, আমরা সবই বাল্যবিয়েকে না বলি।
বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন শ্মশান ও ভূমি সমস্যার সমাধানের আশ্বাস দেন।
প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে মুক্ত আলোচনায় অংশ নেনÑ বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক বিমল হাসদা, রিপন হাসদা, শিপানিল হেমরম, শিখা সরেন, অর্চিতা হেমরম।
এসময় রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা, সোনিয়া শীল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে।
সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় বাস্তবায়ন করছে রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com