মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুড়িঁনবযুগ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল কৃষি সম্প্রসারণ অফিসার কল্লোল কিশোর সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম। স্বাগতম বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম। এসময় কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সবরধন ওঁরাও, শ্রী ভুটু পাহান, শকত আলী প্রমুখ।