মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

ফেনীতে ১১৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ফেনীতে বিভিন্ন ব্রেন্ডের ১১৫ বোতল বিদেশি মদ সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী জানান,স্থানীয় নুরুল্লাহপুর রাস্তার মাথাস্থ ফল ব্যাপারী এয়াকুবের বাড়ির সাহেদুল ইসলামের বসতঘরের দক্ষিণ পাশের রুমের শয়নকক্ষের খাটের নিচে অভিযান পরিচালনা করে মদগুলো উদ্ধার করে পুলিশ।

এর মধ্যে ৪৭টি কাঁচের বোতলের গায়ে ইংরেজিতে STERLING REVERVE WHISKEY-B7, MADE IN INDIA,২৪টি কাঁচের বোতলের গায়ে ইংরেজিতে MAGHIC MOMENT VODKA,১১টি কাঁচের বোতলের গায়ে ইংরেজিতে CON IQWHITE WHISKEY ,০৬টি কাঁচের বোতলের গায়ে ইংরেজিতে CON IQWHITE WHISKEY, MADE IN INDIA,০৪টি কাঁচের বোতলের গায়ে ইংরেজিতে STERLING REVERVE WHISKEY-B7, MADE IN INDIA, ১২টি কাঁচের বোতলের গায়ে ইংরেজিতে AC BLACK WHISKEY PRODUCE OF INDIA, ০৫টি কাঁচের বোতলের গায়ে ইংরেজিতে IMPERIAL BLUE WHISKEY,০৬টি কাঁচের বোতলের গায়ে ইংরেজিতে SINGLE OAK PREMIUM WHISKEY রয়েছে।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় ঘরের মালিক মো. সাহেদুল ইসলাম (২৭) কে গ্রেপ্তার করা হয়েছে । সে ওই বাড়ির মো. এয়াকুবের ছেলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com