বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

মান্দায় ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রয়ের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

নওগাঁর মান্দায় ন্যায্য মূল্যে কৃষি পণ্যের দোকান উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার প্রসাদপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়ার সভাপতিত্বে এ দোকানের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে এদিন বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে নলকূপ, সেলাই মেশিন, ছাগল-ভেড়া, স্কুল ব্যাগ ও টিফিন বক্স, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করেন। পরে কৃষি ঋণ মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com