শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন

আপনাদের বঞ্চনা কতটা কমানো যায় সেই চেষ্টা করা হবে : আদিবাসীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ আদিবাসীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা সমাজের সুবিধাবঞ্চিত গোষ্ঠী। যারা সুবিধাপ্রাপ্ত, তাদের অনেক দায়িত্ব রয়েছে সুবিধাবঞ্চিত গোষ্ঠীদের জন্য কাজ করার। একই সাথে আমরা যারা সরকারি দায়িত্বে আছি, আমাদেরও এটা সরকারি দায়িত্ব যে আপনাদেরকে মূলধারায় নিয়ে আসা। তিনি বলেন, আপনারা যারা সুবিধাবঞ্চিত আছেন, আপনাদের এই বঞ্চনা কতটা কমানো যায়, সেই চেষ্টা করা হবে। একেবারেই নিরসন করা হয়তো কঠিন। তবে আমাদের চেষ্টা থাকবে, যতটুকু পারা যায় কমিয়ে আনা।
বৃহস্পতিবার আদিবাসীদের নিয়ে অনুষ্ঠিত শিখন বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সমস্যার সমাধানভিত্তিক কমিউনিটি রেডিও সংলাপের ফলাফলের উপরে ভিত্তি করে আয়োজিত অনুষ্ঠানটি খুবই যুগোপযোগী উল্লেখ করে বলেন, আমি সত্যিই আনন্দিত যে, পিছিয়েপড়া জনগোষ্ঠীদের নিয়ে আজকের বৃহস্পতিবার এই চমৎকার আয়োজনে উপস্থিত থাকতে পেরেছি।
কমিউনিটি মিডিয়ার মাধ্যমে সিভিক স্পেসে সমতল ভূমি এবং জাতিগত সংখ্যালঘুদের ভয়েস প্রচার প্রকল্পের রেডিও প্রোগ্রাম ‘সেতু বন্ধন’র আওতায় রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এই শিখন বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও মহানন্দার উপদেষ্টা তাছমিনা খাতুন।
সূচনা বক্তব্যে প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হেসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু, সমষ্টির প্রোগ্রাম কোঅর্ডিনেটর জাহিদুল হক খান, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, আদিবাসী নেতা কর্নেলিউস মুর্মু, আদিবাসী নারী মনিকা সরেনসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন- প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম।
শিখন বিনিময়ে অংশ নেয়া আদিবাসীরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। তারা জানান, তাদের প্রধান সমস্যা বিশুদ্ধ পানির অভাব। এছাড়া নিজেদের শ্মশান ও মন্দির না থাকা, কোনো কোনো স্থানে থাকলেও বেহাত হয়ে যাওয়া, চোলাইমদ, কাছাকাছি মাধ্যমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার্থী ঝরে পড়া, অনেকের বসবাসের জায়গা না থাকা, খাসপুকুরগুলো তাদের দখলে না থাকায় ব্যবহার করতে না পারা, রাস্তা না থাকা এবং বাল্যবিয়ের আধিক্য বিষয়গুলোও তারা তুলে ধরেন। আদিবাসীরা এসব সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানিয়ে বলেন, আমার খুব ভালো লাগছে যে, আপনারা আপনাদের সমস্যার কথা তুলে ধরেছেন। সরকারি দপ্তরে এসে আপনাদের নিজেদের কথা বলতে পেরেছেন। সেই সুযোগ বা সাহস আপনাদের হয়েছে। তিনি বলেন, আপনাদের কথা মনোযোগ দিয়ে শুনেছি। অনেক সমস্যা আছে। এগুলোর মধ্যে যেগুলো একদম মৌলিক, সেগুলোতে অবশ্যই মনোযোগ দিতে হবে। এরই মধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার কয়েকটি বিষয়ের অবতারণা করে আপনাদেরকে আশ্বস্ত করেছেন, সরকারি বরাদ্দ প্রাপ্তির পরপরই যখন প্রজেক্ট নেয়া হবে, অগ্রাধিকার ভিত্তিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য প্রজেক্ট গ্রহণ করে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। আর জেলাপর্যায়ে যেগুলো আমার তরফ থেকে সমাধানযোগ্য, সেগুলো আমি ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করব।
পানি বিষয়ে জেলা প্রশাসক বলেন, যেসব জলাধার আছে, সেগুলো ইজারা না দিয়ে উন্মুক্ত রাখা যায় কিনা সেটা দেখা হবে। জলমহালের যে নীতিমালা আছে, সেখানে যদি কোনো সুযোগ থাকে, অবশ্যই আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠাব। মাদক প্রসঙ্গে তিনি বলেন, আপনারা মাদকের কথা বলেছেন। বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। আপনারা উনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আর যতটা সম্ভব এটা নিয়ে ব্যবসা করা থেকে বিরত থাকবেন। মাদক ব্যবসায় আপনারা কেউ জড়িয়ে পড়বেন না। যদি এটা আপনাদের কালচারের অংশ হয়ে থাকে, তাহলে আপনারা সেটা পালন করতে পারবেন। কিন্তু এটা নিয়ে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, এই বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে।
বিদ্যালয় স্থাপন প্রসঙ্গে আব্দুস সামাদ বলেন, এই ক্ষেত্রে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের পাশাপাশি এনজিওরা যদি এগিয়ে আসে, তাহলে আমরা তাদের সাথে কাজ করব। সরকারি যে পৃষ্ঠপোষকতা, সেটা অবশ্যই থাকবে। কারণ শিক্ষার মাধ্যমেই আপনাদের জীবনমানের উন্নয়ন সম্ভব। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মহোদয় বলেছেন, যে পরিমাণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলেমেয়েদের পক্ষ থেকে শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন আসার কথা, সে পরিমাণ আবেদন কিন্তু জমা পড়ে না। তিনি বলেন, আপনারা উচ্চশিক্ষা গ্রহণ করলে সরকারের পূর্ণ সাপোর্ট পাবেন এবং আপনাদের জন্য চাকরিরও ব্যবস্থা আছে।
জেলা প্রশাসক এই আয়োজনের জন্য প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এবং রেডিও মহানন্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেলবাড়ী, নাধাইকৃষ্ণপুর, চম্পাতলা, জুগিডাইং, বাবুডাইং ফিল্টিপাড়া; গোমস্তাপুর উপজেলার চাঁদপুর-বাহাদুরপাড়া, খুমিরাপাড়া এবং নাচোল উপজেলার আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ করে রেডিও মহানন্দা, যা রেডিও মহানন্দা ‘সেতু বন্ধন’ নামক অনুষ্ঠানে সম্প্রচারিত হয়। সেসব সংলাপে উঠে আসা সমস্যা ও অনুষ্ঠানে অংশ নেয়া সরকারি কর্মকর্তা ও আদিবাসী প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসনের সাথে এই ‘লার্নিং শেয়ারিং’ ইভেন্টের আয়োজন করে রেডিও মহানন্দা। আয়োজনটি ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন’র আর্থিক এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় করা হয়।
শেষে সমস্যাগুলো লিখিত আকারে জেলা প্রশাসকের হাতে তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com