বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকা হতে ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। আটক হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের প-িতপাড়ার আব্দুর রশিদের ছেলে মো. সাহারুল ইসলাম (৩০)।
৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বুধবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল মনাকষা সীমান্ত এলাকার রাগববাটি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. সাহারুল ইসলামকে আটক করা হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানান তিনি।