বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সেবা সপ্তাহ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার : বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সেবা সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
এ উপলক্ষে জেলাশহরের শাহীবাগে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে এক অংশীজন সভার আয়োজন করা হয়। সকালে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাকিব হাসান তরফদার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মানবপাচার প্রতিরোধ প্রকল্পের ব্যবস্থাপক মো. দুরুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা কার্ত্তিক কুমার প্রাং, ব্র্যাকের কো-অর্ডিনেটর আশিকুজ্জামন ও প্রোগাম অর্গানাইজার মো. জিন্নাত আলী, সিনিয়র অফিসার মো. আসাদুজ্জামান।
সভায় ৯০ জন বিদেশগামী অংশগ্রহণ করেন।
সভায় অভিবাসী কর্মীর অভিযোগ ব্যবস্থাপনা, প্রি-ডপার্চার ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও ফিঙ্গার প্রিন্ট গ্রহণ, ভিসা চেকিং, হেল্প ডেস্কের মাধ্যমে সেবা প্রদান, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণে সচেতনতাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই সভার আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com