বিডি ঢাকা ডেস্ক
ঢাকা থেকে সরাসরি বুড়িমারী রেলওয়ে স্টেশন পর্যন্ত আন্তনগর বুড়িমারী ও লালমনি এক্সপ্রেস চলাচলের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় রেল ও সড়ক পথ অবরোধ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা রেল স্টেশনে স্থানীয় জনতা রেল পথ অবরোধ করে বুড়িমারী থেকে ছেড়ে আসা পাবর্তীপুরগামী বুড়িমারী কমিউটার ৬৩, ট্রেনটি আটক করে। পরে হাতীবান্ধা বন্দর বাস স্ট্যান্ডে সড়কপথ অবরোধ করে স্থানীয় জনতা। এ কর্মসূচিতে কয়েক হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করে।
বুড়িমারী টু ঢাকা আন্ত:নগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন কমিটির আয়োজনে অবরোধ কর্মসূচীতে বক্তব্য রাখেন ফারুক হোসেন নিশাদ, কমরেড শওকত হোসেন আহমেদ, সাহেদুজ্জামান কোয়েল, সাংবাদিক আসাদুজ্জামান সাজু প্রমুখ। বক্তারা বলেন,বুড়িমারী থেকে লালমনিরহাটের দুরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
লালমনি ও বুড়িমারী এক্সপ্রেস লালমনিহাট জেলা শহর থেকে ছাড়ার কারণে ভোগান্তি প্রহাতে হচ্ছে বাকি চার উপজেলার মানুষের। এতে বৈষম্যের শিকার হচ্ছে চার উপজেলার মানুষ। বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে দ্রুততম সময়ের মধ্যে আন্তঃনগর ট্রেনগুলো চালুর দাবী জানানো হয়।
আন্দোলন কারীরা জানান,দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।