মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন

বায়ুদূষণ রোধে গঠিত টাস্কফোর্স এর ১ম সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শুষ্ক মৌসুমে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ুদূষণ রোধে গঠিত টাস্কফোর্স এর প্রথম সভা উক্ত টাস্কফোর্সের আহ্বায়ক ও স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বায়ুদূষণ রোধে আশু করণীয় পদক্ষেপ নির্ধারণ ও বাস্তবায়ন, রাস্তার ধুলাবালি নিয়ন্ত্রণে চিহ্নিত সড়কে পানি ছিটানো, ঢাকার বিভিন্ন সড়কে অনাচ্ছাদিত নির্মাণ সামগ্রী সারানো ও দোষী ব্যক্তিদের শাস্তি প্রদান, অনাচ্ছাদিত সড়ক বিভাজন চিহ্নিত করা ও অনাচ্ছাদিত মাটি সবুজে আবৃত করা; বালু, সিমেন্ট ও ইট পরিবহনকারী ট্রাকের পাটাতন ও উপরিভাগে আচ্ছাদন নিশ্চিত করা এবং সেলক্ষ্যে ঢাকার সকল প্রবেশমুখে ট্রাফিক নজরদারি নিশ্চিত করা, বায়ুদূষণ রোধে শিল্পপ্রতিষ্ঠান চিহ্নিত করা এবং দূষণ রোধে ব্যবস্থা গ্রহণ, বায়ুদূষণের জন্য দায়ী চিহ্নিত প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ, সরকারি পর্যায়ে নির্মাণ ও মেরামত কাজে প্রতিরোধমূলক ব্যবস্থা ও সমন্বয় নিশ্চিত করা, বায়ুদূষণের প্রকোপ থেকে জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সতর্কীকরণ বার্তা প্রচার, বায়ুদূষণ নিয়ন্ত্রণ কর্মকান্ডে শিক্ষার্থী ও এলাকাবাসীকে সম্পৃক্ত করা, সকল ফিটনেসবিহীন ও দূষণকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, প্রতি ১৫ দিন পরপর অগ্রগতি রিপোর্ট মন্ত্রণালয়কে করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা, প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক), সরকারি ও বেসরকারি বিশেষজ্ঞবৃন্দ, স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য অংশীজনবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com