বিডি ঢাকা ডেস্ক
তবে এই পর্যটনকেন্দ্রের ভেতরের দুই পাশের সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এই সড়কে যানচলাচলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ভাঙা সড়কের কারণে নষ্ট হচ্ছে পর্যটনকেন্দ্রের সৌন্দর্য। এ ছাড়া সেতুর পাটাতনের অনেক কাঠে পচন ধরেছে। দ্রুত সংস্কার না করলে ঘটতে পারে দুর্ঘটনা।
বেশ কয়েকমাস আগেই পর্যটনকেন্দ্রটির ভেতরের দুই পাশের সড়ক ভেঙে নষ্ট হয়ে গেছে। ভাঙা সড়কটি দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করায় বড় বড় গর্ত হয়ে গেছে। বিশেষ করে পাহাড়ের ঢালের শেষ অংশে গর্ত সৃষ্টি হয়ে যাওয়ায় যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।
আলুটিলা পর্যটনকেন্দ্রের ব্যবসায়ী পরিতোষ ত্রিপুরা বলেন, সড়কের পিচ ঢালাই সরে গিয়ে গর্ত হয়ে গেছে। ইটগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুঁড়ি হয়ে গেছে। এখন গাড়ি চললে সড়কের ইটের গুঁড়ি ধুলোর মতো ওড়ে পর্যটকদের গায়ে লাগছে। দোকানে ঢুকে মালামাল নষ্ট হচ্ছে।
ঢাকা থেকে আলুটিলা পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা পর্যটক নাইমুল ইসলামসহ বেশ কয়েকজন পর্যটক বলেন, পর্যটনকেন্দ্রের সৌন্দর্য নষ্ট হয়েছে সড়কের কারণে। এ ছাড়া পর্যটনকেন্দ্রের সেতুর কাঠের পাটাতনগুলোর মধ্যে বেশ কিছু নষ্ট হয়ে গেছে।
আলুটিলা পর্যটনকেন্দ্রের দায়িত্বরত কোকোনাথ ত্রিপুরা বলেন, সড়ক ভাঙে যাওয়ার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, সড়ক মেরামতে বরাদ্দ চাওয়া হচ্ছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে সড়কের নির্মাণকাজ শুরু করা হবে। সেতুর পাটাতনের কাঠসহ যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করা হবে।