বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুদকের অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

সুনামগঞ্জে কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে দুদকের একটি দল সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালায় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করে বেশকিছু অনিয়মের প্রমাণ পায়।

দুদকের অভিযান সূত্রে জানা যায়, সম্মিলিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার কৃষি উন্নয়নে মোট ৮৬৯টি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এর মধ্যে ৭১৪টি মেশিন সচল থাকলেও ১৫৫টি বিকল অবস্থায় রয়েছে। প্রকল্পের নিয়ম অনুযায়ী, দুই বছরের জন্য ফ্রি সার্ভিস সুবিধা দেওয়ার কথা থাকলেও কৃষকরা অভিযোগ করছেন, মেশিন মেরামতের জন্য টাকা নেওয়া হয়েছে। এমনকি টাকা দিয়েও অনেক সময় মেশিন মেরামত সম্ভব হয়নি, ফলে ভোগান্তি চরমে পৌঁছেছে। হারভেস্টার মেশিন বিকল হয়ে পড়ায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন। অনেক ক্ষেত্রে ফ্রি সার্ভিস সুবিধা না পাওয়ায় তারা নিজেরা অর্থ খরচ করে মেশিন মেরামতের চেষ্টা করতে বাধ্য হচ্ছেন। এর ফলে কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ ছাড়াও, বিশ্বম্ভরপুর উপজেলার কৃষক মো. রফিক মিয়া ২০২০-২১ অর্থবছরে একটি হারভেস্টার মেশিন পাওয়ার জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক কৃষি অফিসার মো. নয়ন মিয়ার যোগসাজশে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক মিয়া তার মেশিনটি নিয়ে গেছেন।

অভিযানের ব্যাপারে দুদকের সিলেট অঞ্চলের সহকারী পরিচালক জুয়েল মজুমদার ঢাকা পোস্টকে বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়েছি। নথিপত্র পর্যালোচনা করে দেখেছি একাধিক ব্যক্তি একাধিক হারভেস্টার মেশিন পেয়েছেন, যা নিয়ম বহির্ভূত। পাশাপাশি, বরাদ্দকৃত মেশিন প্রকৃত উপকারভোগীদের বদলে অন্যদের কাছে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পেয়েছি। তবে পুরো বিষয়টি আরও নথি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com