বিডি ঢাকা ডেস্ক
দীর্ঘ বারো বছর পর ডিসটিনি গ্রুপ এর এম ডির মুক্তি রফিকুল আমিন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি। আজ ( ১৫ জানুয়ারী ) বুধবার সন্ধ্যা ৬.৩৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
জানা যায়, রফিকুল আমীন গত ১২ বছর ধরে কারাগারে রয়েছেন। আদালতের রায়ে বলা হয়, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে। সেক্ষেত্রে এমডি রফিকুল আমীনের সাজা হয়ে গেছে।
এর আগে, বুধবার অর্থ পাচার মামলায় বিতর্কিত বহু স্তর বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ ১৯ জনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।