বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মনিরুজ্জামান মল্লিক (৩২) ও জহিরুল (২২) নামের দুই জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সংশ্লিষ্ট নার্সকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ভুল চিকিৎসার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করে এ বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।জানা গেছে, গত ৭ জানুয়ারি হার্নিয়ার চিকিৎসার জন্য জেলার কটিয়াদী উপজেলার ধুলদিয়ার ফালু মিয়ার ছেলে স্থানীয় স্কুলশিক্ষক মনিরুজ্জামান মল্লিক (৩২) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অপরদিকে গত ১২ জানুয়ারি পেটে ব্যথাজনিত কারণে নিকলী

উপজেলার নোয়াপাড়ার আব্দুল কাদিরের ছেলে জহিরুল (২২) ভর্তি হয়েছিলেন। আজ (১৫ জানুয়ারি) বুধবার সকালে দুই জনেরই অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশনের পূর্ব প্রস্তুতি হিসেবে সকাল সাড়ে ৭টায় সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগম ওয়ার্ডের সীটেই দুই জনকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার ৫ থেকে ১০মিনিটের মধ্যেই দুইজন কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।রোগীর স্বজন মোজাফফর জানান, “নর কিউ” নামক অ্যানেসথেশিয়ার ইনজেকশনটি অপারেশন থিয়েটারে পুশ করার কথা ছিল, সেটি আগেই ভুল করে ওয়ার্ডের সিটেই পুশ করেন নার্স। এতে দুইজনেরই মৃত্যু

হয়। তাদের মৃত্যুর খবরে নিহতদের স্বজনরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বিক্ষুব্ধরা সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ হেলিশ রঞ্জন সরকার ভুল চিকিৎসায় দুইজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে স্বীকার করে জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় সার্জারি বিভাগের প্রধান ডাঃ অজয় সরকারকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com