বিডি ঢাকা ডেস্ক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামের কোল ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৭৫ জন বয়স্ক নারী-পুরুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেয়া হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে তাদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
বিকেলে আলোর পাঠশালায় আসলে ইউএনও ও মোহনপুর ইউপি চেয়ারম্যানকে ফুল দিয়ে ও কোল ভাষায় গান গেয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা মনোরম পিটি প্রদর্শন করেন। এসময় ইউএনও বিদ্যালয় ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের কথা শোনেন। তিনি শিক্ষা উপকরণ ক্রয়সহ বিদ্যালয়ের উন্নয়নকল্পে এক লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। এসময় তিনি বলেন, প্রত্যন্ত এলাকার অনেক সুবিধাবঞ্চিত শিশু পড়ালেখা করে আজ প্রতিষ্ঠিত হয়েছে। সকারের উচ্চ পর্যায়ে চাকরিও করছেন। তাঁরা নিজেদের পাশাপাশি প্রত্যন্ত এলাকার উন্নয়নে ভূমিকা রাখছেন। তাই শিক্ষার্থীদের সুশিক্ষিত হয়ে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়াদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি গ্রামবাসীদের নানা সমস্যার কথা শোনেন ও সমাধানের প্রতিশ্রুতি দেন।
কম্বল বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য নাসিরুল ইসলাম, বাবুডাইং গ্রামের মোড়ল সুরেন টুডু, কার্তিক টুডু, মাধব সরেন, চানু হাঁসদা, অনিল হাঁসদা, রুমালি হাঁসদা, বাবুডাইং আলোর পাঠশালার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, সদস্য সচিব ও প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন অন্যরা।