বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তালেবুর রহমান।
ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প সংলাপের আয়োজন করে।
‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংলাপে বক্তব্য দেন- এসএসবিসি প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, গোবরাতলা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম ও রাকিবুল ইসলাম, ইমাম সেরাজুল ইসলাম, ডাসকো’র সুপারভাইজার নির্মলা রাণী রায়সহ অন্যরা।
সংলাপে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদে সদস্য, মসজিদের ইমামসহ অন্যরা অংশ নেন। এতে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন করেন।