চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত চর নারায়নপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম(বার)। এসময় তিনি বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন দূর্গম চরাঞ্চল হওয়ায় মাদকমুক্ত সমাজ গড়তে হলে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এছাড়া এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধসহ বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, ইউপি সদস্য বাহার উদ্দিন সবুর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ১৮ নং বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।শেষে পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি সাবাহ বাশার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।