বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ক্যারিয়ার ফেস্টিভ্যাল বা সম্ভাবনার উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুধু ডাক্তার বা প্রকৌশলী হওয়ার প্রতিযোগিতায় না নেমে নিজেদের ক্যারিয়ার গড়তে যার ভেতরে যে প্রতিভা বা সম্ভাবনা আছে তা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ফেস্টিভ্যালে জেলার ৫ উপজেলা থেকে ৭০ জন করে ছাত্র, ৩০ জন করে ছাত্র, ১০ করে শিক্ষক, ৩০ জন করে অভিভাবকসহ ৭০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আর্থিক ও কারিগরি সহায়তায় দিনব্যাপী এই ফেস্টিভ্যালের আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিস। এতে ২০টি স্টলে প্রত্যেক অংশগ্রহণকারী তাদের ক্যারিয়ারের চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প শেয়ার করেন, যা অন্য কিশোর-কিশোরীদের অনুপ্রাণিত করবে।
ফেস্টিভ্যালে বক্তব্য দেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফিরোজ উদ্দিন খলিফা, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও সরকারের যুগ্মসচিব মোহাম্মদ হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
ফেস্টিভ্যালের শুরুতেই সূচনা বক্তব্য দেন- জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট আবু নাসের। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার সুরাইয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেনÑ মহিলা বিষয়ক অধিদপ্তরের এক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারিজ ইন বাংলাদেশ ফেজ-২ প্রকল্পের পরিচালক জান্নাতুল ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা আনিসসহ অন্যরা।
বক্তারা শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য স্থির রেখে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানিয়ে বলেন- নিজের প্রতিভাকে ভালো কাজের জন্য বিকশিত করতে হবে। সবার মধ্যেই সেই যোগ্যতা আছে। শুধু সঠিক সময়ে সেটা বিকশিত হওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়া হওয়া ছাড়াও এমন অনকে পেশা আছে, যার যেদিকে আগ্রহ, সেটাই হবে। প্রকৃত অর্থে মানুষ হতে হবে। আমরা যদি প্রকৃত অর্থে মনুষত্ববোধসম্পন্ন আলোকিত মানুষ হতে পারি, তাহলেই আমদের সার্থকতা, আজকের এই আয়োজনের সার্থকতা।
অনুষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধ নারী ও শিশুর প্রতি সহিংসতার কারণ প্রতিকার প্রতিরোধ নিয়েও আলোচনা হয়।