ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট বঙ্গবন্ধু মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (অতিরিক্ত ২) ওহিদা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, পুলিশ সুপার এ, এইচ, এম আব্দুর রকিব, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার জাকিউল ইসলাম, সদর উপজেলা ভূমি অফিসার (সহকারী কমিশনার) আনিসুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান তোসিকুল ইসলাম তসি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলার সকল শিক্ষক শিক্ষিকা, মসজিদের ইমাম খতিব ও অভিভাবক বৃন্দ। বক্তারা তাদের বক্তব্য বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সিমান্তবর্তী জেলা। এ জেলায় বাল্যবিয়ের সংখ্যা বেশি। অসাধু কিছু কাজি (যারা শারীয়াহ্ অনুযায়ী বিবাহ পড়ায়) আছে যা অর্থের লোভে বাল্য বিয়ে দিয়ে দেয়। এতে করে অপ্রাপ্ত বয়সের নারীরা শারীরিক জটিলতায় ভূগেন। সন্তানও প্রসাব করে অক্ষম শারীরিক প্রতিবন্ধী। অকালে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে এবং অনেকেই মৃত্যু বরণও করছে। অভিভাবক বৃন্দরা যদি সচেতন হয় তাহলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব। এসময় অনুষ্ঠানের সভাপতি বাল্যবিবাহ রোধে ৮ বাক্য বিশিষ্ট শপথ বাক্যপাঠ করান। এরআগে সকাল সাড়ে ৯টায় একই স্থানে মুজিববর্ষ আয়োজিত সকল প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরুষ্কার বিতরন করা হয়।