মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

মকর সংক্রান্তির পূর্ণ্যলগ্নে মহা স্নানযাত্রা ও বিশ্বাসের তীর্থ গঙ্গাসাগর মেলা ২০২১ এর পরিসমাপ্তি

সত্যনারায়ন সিকদার,কলকাতা থেকে
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৩৭৩ বার পঠিত

সত্যনারায়ন সিকদার,কলকাতা থেকে : মকর সংক্রান্তির পূর্ণ্যলগ্নে মহা স্নানযাত্রা ও বিশ্বাসের তীর্থ গঙ্গাসাগর মেলা ২০২১ এর পরিসমাপ্তি ঘটল গঙ্গাসাগর মেলার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে || সত্যনারায়ন সিকদার, গঙ্গাসাগর : মকর সংক্রান্তির পূর্ণলগ্নে মহা স্নানের মাধ্যমে পরিসমাপ্তি ঘটলো গঙ্গাসাগর মেলার | ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা গঙ্গাসাগরের পূর্ণ স্নানের পর অনেকটা ভারাক্রান্ত মনে ফিরে চলেছে নিজের গন্তব্যস্থলে | আবার একটা বছরের প্রতীক্ষা | পূণ্যভূমি থেকে বিদায় নিতে শুরু করেছে বাংলার বিভিন্ন জেলা থেকে ছুটে আসা মানুষও | এমনই কলকাতা থেকে আসা কয়েকজনের সঙ্গে কথা হলো আমাদের, বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী সুদীপ দেব ও তার সঙ্গী গোপাল সাহা, সুশান্ত ধর এবং সায়ান চাটার্জী, শ্যামল কর, ডক্টর বাবলু বর্মন, ডঃ শিশির সাহার সঙ্গে | তারা শুধু পূর্ণস্নান করতেই মহা পুন্য ভূমিতে আসেনি, সাথে সাথে মানুষের সেবায় নিয়োজিত ছিল দিবা রাত্র | তবে করোণা আবহের জন্য বিগত বছরের তুলনায় এ বছর মানুষের উপস্থিতি ছিল অনেকটাই কম | তবে সমস্ত জায়গায় পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো | যেহেতু করণা কাল তাই ই-স্নানের ব্যবস্থা করেছিল প্রশাসন | নিরাপত্তার ঘেরাটোপ প্রথম দিনের তুলনায় কিছুটা হলেও শিথিল করা হয়েছে | যে সমস্ত সমাজসেবী সংগঠন এই কদিন নিঃস্বার্থভাবে দিনরাত সেবা করেছেন পূণ্যার্থীদের, তারাও আজ ভারাক্রান্ত মনে, একরাশ তৃপ্তির হাসিতে বিদায় নিতে শুরু করেছে | নিরাপত্তারক্ষী থেকে শুরু করে দমকল বাহিনী, জল কিংবা আকাশ বাহিনী প্রশাসনের প্রত্যেকটা দপ্ততর, তারা নিজের নিজের দায়িত্ব পালন করে চলেছেন | এদিনের সাংবাদিক সম্মেলনে কারিগরি ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি সমাজসেবী সংগঠন দের যেমন প্রশংসায় ভরিয়ে দেন, তেমনি সরকারী প্রশাসনিক দায়িত্বে থাকা বিভিন্ন বিভাগ কেও প্রশংসা করতে কার্পণ্য করেননি | সুব্রত বাবুর কথায়, বর্তমান কোভিদ পরিস্থিতিতে আদালতের সমস্ত নির্দেশ মেনে “সাগর মেলা২০২১” তারা সফলভাবে করতে পেরেছেন এবং আগামী দিনে আরো সুন্দরভাবে মেলা পরিচালনা করবেন বলে তিনি আশা করেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com