বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা। পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের প্রায় ৬০০ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে পড়েছে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দি হয়েছেন ৮ হাজার ২০০ পরিবার। পানি বাড়ার এই ধারা অব্যাহত থাকলে আর দুই দিন পরই বিপৎসীমা ছাড়িয়ে যাবে পদ্মা। এদিকে জেলা-উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ শুরু হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী সোমবার বিকেলে জানিয়েছেন, পাঁকা, দুর্লভপুর, মনাকষা, উজিরপুর ইউনিয়নের ৭ হাজার ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এইসব পরিবারের মধ্যে শুকনো খাবার, চাল, ঢেউটিন বিতরণ করা হচ্ছে। সোমবার জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ নিজে উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ করেন।
এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল ইসলাম জানিয়েছেন, চরাঞ্চলের নিচু এলাকার ৭০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। জেলা প্রশাসনের কাছে ত্রাণ চেয়ে চিঠি দেয়া হয়েছে। পেলেই বিতরণ করা হবে।
শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া জানিয়েছেন— পাঁকা, দুর্লভপুর, উজিরপুর ও মনাকষা ইউনিয়নের নিচু এলাকার আউশ ও রোপা আমন, সবজি, হলুদ ও কলা ক্ষেত এরই মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে। ক্ষতির পরিমাণ ৪২৭ হেক্টর জমি। দ্রুত পানি নেমে গেলে ধানের ক্ষতি কাটিয়ে ওঠা যাবে বলে তিনি জানান।
এদিকে সদর উপজেলা কৃষি অফিসার সুনাইনবিন জামান বলেন— সদর উপজেলার আলাতুলি, শাহজাহানপুর, দেবীনগর, ইসলামপুর, চরবাগডাঙ্গা, নারায়ণপুর, সুন্দরপুর ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিচু এলাকার ৯৫ হেক্টর জমির আউশ ধান, সবজি ও ভুট্টা ক্ষেত সম্পূর্ণ এবং দেড়শ হেক্টর আংশিক নিমজ্জিত হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের হিসাবমতে, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ১৩ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার। এর ফলে পদ্মা বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার, মহানন্দা ১.০১ মিটার এবং পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ১.৯২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে গত রবিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২১.৪৮ মিটার। যা সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২১.৬২ মিটার।
অন্যদিকে গত রবিবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৯.৪১ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৫৪ মিটার।
অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত রবিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯.৪৮ মিটার। যা সোমবার সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৯.৬৩ মিটার।
পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।