মোঃ হারুন অর রশিদ : রাজশাহী মহানগরীতে মটরসাইকেলের কাগজপত্র চেকিং করাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সার্জেণ্ট বিপুল কে পিটিয়ে আহত করেছে দুই যুবক।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,আজ দুপুরে নগরীর বহরমপুর সিটি বাইপাস সংলগ্ন ঘোড়া চত্তরে দায়িত্ব পালন করছিলেন সার্জেণ্ট বিপুল কুমার ভট্টাচার্য।এ সময় একটি মটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চান সার্জেণ্ট।চালক কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সার্জেণ্ট গাড়ীর চাবি নিতে চাইলে মটরসাইকেল চালক ও সহযোগী বাকবিতন্ডায় জড়িয়ে পরে।এক পর্যায়ে তারা কাঠের কারখানা থেকে কাঠের চলা নিয়ে এসে সার্জেণ্টকে পিটিয়ে দ্রুত পালিয়ে যায়।পরে সার্জেণ্টের অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।খবর পেতে আরএমপি কমিশনার আবুল কালাম সিদ্দিক সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।তাঁরা আহত সার্জেণ্টের চিকিৎসার খোঁজ খবর নেন।জানা গেছে,হামলায় সার্জেণ্টের এক হাত ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।ঘটনার সত্যতা স্বীকার করে আরএমপি কমিশনার বলেন,হামলাকারী দুই যুবকের মটরসাইকেল আটক করা হয়েছে।তাদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।