
বিডি ঢাকা ডেস্ক
রাজশাহীর গোদাগাড়ী হতে ৫০০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গোদাগাড়ী থানাধীন কুঠিপাড়া গ্রামের কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পদ্মা নদীর ধার হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ গোলাম মোস্তফা(৪৬) ও আব্দুর রশিদ(৪০)। মোঃ গোলাম মোস্তফা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বকচর গ্রামের মৃত হাববুর রহমানের ছেলে ও একই গ্রামের মৃত নোমান আলী মন্ডলের ছেলে আব্দুর রশিদ।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন মো: রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, দুইজন ব্যক্তি নৌকায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে গোদাগাড়ী থানাধীন কুঠিপাড়া গ্রামের কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পদ্মা নদীর ধারে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ও তার সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় মাদক কারবারী মোঃ গোলাম মোস্তফার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজার করার ব্যাগের ভিতর হতে ৫টি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের ও অজ্ঞতানামা ২/৩ জন অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু করা হয়েছে।