সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

মহানগরীতে বিপুল পরিমাণ হেরোইনসহ আন্ত:জেলা মাদক চক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহী মহানগরীতে ৬৪ লাখ টাকা সমমূল্যের হেরোইন সহ আন্ত: জেলা মাদক চক্রের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় মহানগরীর বোয়ালিা থানার শিরোইল রেলওয়ে মার্কেট হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ারমানিকচক মধ্যপাড়া গ্রামের মোঃ শামসুল আলীর ছেলে মোঃ আসারুল ওরফে রনি (২১) ও সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন সিরাজগঞ্জ রেলকলোনীর হযরত আলী শেখের মেয়ে মোছাঃ জাহানারা (৫০)।

রোববার (২৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫, সিপিএসসি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, পূর্বের ধারাবাহিকতায় মোছাঃ জাহানারা আজকেও সিরাজগঞ্জ হতে হেরোইন ডেলিভারি গ্রহণ করার জন্য ট্রেনে রাজশাহীতে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষন করে এবং শনিবার মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল রেলওয়ে মার্কেটের সামনে হতে মাদক কারবারী জাহানারা ও ররিকে গ্রেফতার করে। এসময় রনির কছে থাকা ১টি নষ্ট প্রিন্টার এর বক্স তল্লাশি করে প্রিন্টারের টোনারে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক কারবারী। তারা আন্তঃ জেলার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com