মোঃ হারুন অর রশিদঃ তিনটি ভিন্ন অভিযানে ৯৯৫ পিস ইয়াবা ও ২০৩ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।গতকাল র্যাবের পাঠানো বার্তায় জানা গেছে,র্যাব-৫,রাজশাহীর সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল (২৩ জানুয়ারি) বেলা ১১.৩০ মিনিটে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সোভান উচ্চ বিদ্যালয়ের পঞ্চিমে অভিযান চালিয়ে ৯৯৫ পিস ইয়াবা সহ মোঃ বাবুল (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক বাবুল উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর বিশ্বাসপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।একই ক্যাম্পের অপর একটি অাভিযানিক দল গত ২২ জানুয়ারী সকালে শিবগঞ্জ থানাধীন ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ী গ্রামস্হ পূর্ব জাহাঙ্গীর পাড়া বহলাবাড়ী ফেরিঘাটের টোল রাস্তার উপর অভিযান চালিয়ে ১০২ বোতল ফেনসিডিল সহ সাইরন আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক সাইরন চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।অপর দিকে র্যাব-৫,সিপিসি-২,নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে ২২ জানুয়ারী রাজশাহীর বাঘা থানাধীন বড় ছয়ঘটি গ্রামে অভিযান চালিয়ে ১০১ বোতল ফেনসিডিল সহ সোহাগ আলী (২১)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক সোহাগ বাঘা উপজেলার আলাইপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।আটকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।