ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে সিআইডির অভিযানে তুহিন হত্যা মামলায় সদর মডেল থানার মামলায় জড়িত ৭ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। যার মামলা নং- ০৩। মামলাটি গত বছরের ২ মে হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী এলাকার মৃত হাজী আ. রহমানের ছেলে মো. মিজানুর রহমান(৪৮), মৃত ওয়ারেশ আলী মন্ডলের ২ ছেলে আজগর আলী ওরফে মেকচার (৫২) ও আরাম আলী (৫০), মৃত নবীরুল ইসলাম মো. সালাউদ্দিন (৩৫), আবুল কালাম মো. নয়ন আলী (২৬), বাটাগ্রামের মৃত সাইফুদ্দিন মন্ডলের ছেলে রবিউল ইসলাম খুদি (৫৯), মৃত গিয়াস উদ্দিন মোল্লার ছেলে মো. তাজেমুল ওরফে জেদনা (৫৫)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জানুয়ারি রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়। পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় মামলাটি হয়। মঙ্গলবার আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ হয়।ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্যরা হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার করে।