ফয়সাল আজম অপু : ‘মুজিবর্ষের শপথ, সড়ক করব নিরাপদ’ “সাবাধানে গাড়ি চালান, নিরাপদ থাকুন” এ শ্লোগানকে সামনে রেখে পেশাজীবী গাড়ীচালকদের পেশগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ও জেলা প্রশাসন এর সহযোগিতায় দ্বারিয়াপুর ফজলুল করিম শেলী ট্রাক টার্মিনালে প্রশিক্ষণ সমাবেশে বক্তব্য রাখেন,বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ( ইঞ্জি:) মোঃ আনোয়ারুল কিবরিয়া, বিআরটিএ রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) স্বদেশ কুমার দাস, মোটরযান পরিদর্শক (অঃদাঃ) মেহেদি হাসান, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আনিসুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ি ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান,সাবেক সভাপতি মোঃ আইয়ুব আলী,নবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের প্রতিনিধি মোঃ জহরুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন মামুন ও জহুরুল। প্রশিক্ষণে নিরাপদ সড়কের গুরুত্ব এবং সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার সম্পর্কে ধারণা, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় বিভিন্ন অপরাধ এবং শাস্তিমূলক ব্যবস্থা, গাড়িচালকদের পরিস্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যঝুকির প্রাথমিক চিকিৎসা বিষয়ক, ড্রাইভিং লাইসেন্স, রোড মার্কিং ধারনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক পেশাজীবী গাড়ি চালদের শপথ বাক্য পাঠ করান বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আনোয়ারুল কিবরিয়া। প্রশিক্ষণ শেষে ১০০ জন গাড়ীচালকদের প্রত্যেককে ৩০০ টাকা নগদ অর্থ প্রদান ও মাস্ক বিতরণ করা হয়।