ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার (এনজিও) ২ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ওই দুই কর্মকর্তা আদালতে জামিন নিতে আসলে তাদের জামিন নামঞ্জুর করে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক। কারাগারে প্রেরিত ২ আসামী হল-মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা, ভোলাহাট শাখার ম্যানেজার ভোলাহাট উপজেলার চামুশা গ্রামের মোঃ জালাল উদ্দীনের ছেলে মোঃ সুমন আহমেদ (৩২) ও মাঠকর্মী চরধরমপুর বিনপাড়া গ্রামের মোঃ নুর ইসলাম লোহার ছেলে মোঃ হামিদুর রহমান (২৪)। মামলা সুত্রে জানা যায়, মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা, ভোলাহাট শাখায় ফিক্স ডিপোজিটে কয়েকধাপে ৭ লক্ষ ২৪ হাজার টাকা রাখে মামলার বাদী ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের মোঃ আব্দুল কাদেরের মেয়ে মোসাঃ রুখসানা খাতুন (২৭)। নিজ কাজের প্রয়োজনে বাদী রুখসানা ২ ধাপে ৩ লক্ষ ৬ হাজার টাকা উত্তোলন করেন। ডিপোজিটের বাকী ৪ লক্ষ ১৮ হাজার টাকা চাইলে আসামীদ্বয় বিভিন্নভাবে বাদীকে হয়রানি করতে থাকে। এক পর্যায়ে আসামীদ্বয় বাদীকে টাকা দিবেনা বলে জানালে বাদী বিজ্ঞ আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং সিআর-৯১/২০২০। বিজ্ঞ আদালতের বিচারক ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে ভোলাহাট থানার ওসিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন, মামলাটি তদন্ত করেন। মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা, ভোলাহাট শাখার ম্যানেজার সুমন আহমেদ ও মাঠকর্মী হামিদুর রহমান উভয়ে রুখসানার ৪ লক্ষ ১৮ হাজার টাকা আত্মসাৎ করেছে মর্মে ২২ জানুয়ারি বিজ্ঞ আদালতে প্রতিবেদন জমা দেন। মঙ্গলবার ২ প্রতারক আসামী বিজ্ঞ আদালতে হাজিরা দিতে আসলে প্রতিবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।