ফয়সাল আজম অপু :চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নে এক গৃহবধূ, শশুর বাড়িতে আত্মহত্যা করেছে। সে রামচন্দ্রপুরের ম্যালকার পাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী রোজিনা খাতুন (২০)। আজ ঘটনাটি শনিবার (৩ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। রানিহাটী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মহসিন আলী জানায়, ঐ গৃহবধূ রোজিনা খাতুন রান্না ঘরে, রান্নার কাজ করছিলো। পরে তার নিজ ঘরে গিয়ে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। রোজিনার শশুর বাড়িতে যোগাযোগ করা হলে একই কথা বলেন। সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, আপনি যা শুনেছেন ঠিক আমিও তা শুনেছি। রোজিনার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।